নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুর পুলিশের অভিযানে ৯৫ বোতল দেশি ও বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানে দুপুর দুইটার দিকে উপজেলার চাচকৈড় বাজার এলাকায় মেসার্স দীপ্তি ভান্ডার (পেঁয়াজ রসুনের দোকান)-এ তল্লাশী করে চাচ কই বাজার এলাকার বাবলু ঘোষের ছেলে অভি ঘোষ (২৭) এবং আফসার মোল্লার ছেলে আসাদুল মোল্লা (৫২)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৫ বোতল ব্র্যান্ডি মদের বোতল ও ৫০ বোতল চোলাই মদসহ আটক করা হয়। অপর একটি অভিযানে কাছিকাটা টোল প্লাজায় চেকপোস্ট করা কালীন রাজশাহী হতে সিরাজগঞ্জগামী মহানগর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে তল্লাশী করার সময় সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া এলাকার মৃত আলি আকন্দ এর ছেলে মাজেদুল আকন্দ (২২)কে ৪০ বোতল চোলাইমদসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …