রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রোকেয়া দিবস উদযাপন

নাটোরে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রোকেয়া দিবস উদযাপন

বিশেষ প্রতিবেদক:
নাটোরে গার্ল গাইডস এসোসিয়েশন এর রোকেয়া দিবস উদযাপন। আজ ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নাটোর জেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাটোর শহরের জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর অফিস কক্ষে শতাধিক শিক্ষার্থী নিয়ে রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর নাটোর জেলা গালর্স গাইড এর কমিশনার বেগম হামিদা বানুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক ও গার্লস গাইডের উপদেষ্টা শামীম আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, দিঘাপতিয়া এম কে কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর জেলার সফল নারী উদ্যোক্তা রুবিনা খাতুন সহ গার্লস গাইড এর সকল নেত্রীবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আজ এই রোকেয়া দিবসে উপস্থিত সকল গার্লস গাইডদের প্রতি আমার আহ্বান থাকবে যেন সমাজের প্রতিটা অসহায় নারীদের শক্তি হয়ে ওঠে গার্লস গাইড।

এ সময় মেয়র উমা চৌধুরী বলেন, গার্ল গাইডিং এর মহান ব্রত যখন তোমরা গ্রহণ করেছ, সেই মুহূর্তে হতে তোমরা সমাজের একটি আলাদা শ্রেণীতে পরিণত হয়েছো, নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাদর্শ মেনে নারী অধিকারের এবং নারীদের সেবার অগ্রদূত হবে তোমরা এটাই তোমাদের প্রতি আমাদের চাওয়া।

পরবর্তীতে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ এবং নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …