শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, চালক আহত

নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, চালক আহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সোহেল (২১) নামের ট্রাকের হেলপার নিহত ও ইদ্রিস আলী (৩০) নামের চালক আহত হয়েছে। আজ ২ অক্টোবর শনিবার সকাল পৌনে আটটার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ ২ অক্টোবর শনিবার সকাল পৌনে আটটার দিকে নাটোর হরিশপুর বাইপাস থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোর পিটিআই মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার সোহেল এবং চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার সোহেলকে মৃত ঘোষণা করেন। চালক ইদ্রিস আলী চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি হেলপার সোহেল চালাচ্ছিল বলে জানা যায়।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …