নিজস্ব প্রতিবেদক:নাটোর শহরের স্টেশন বাজার থেকে মোছাঃ লিপি (৪২) মোছাঃ মুক্তা বেগম (৩০) এবং জাহিদুল হাসান উজ্জ্বল (৪৫) নামের তিন জনকে আটক করেছে র্যাব। গতকাল ২৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাদের ১৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক জাহিদুল মৃত চাঁন মিয়ার ছেলে, লিপি জাহিদুলের স্ত্রী এবং মুক্তা বেগম (৩০) শাহিন আলীর স্ত্রী। তারা সকলেই লালমনিরহাট জেলাসদরের সাপটানা এলাকার বাসিন্দা।
র্যাব জানায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ২৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের স্টেশন বাজার এলাকা চেকপোষ্ট পরিচালনা করে। সেখানে যাত্রীবেশে গাঁজা পরিবহণ কালে ১৪ কেজি গাঁজাসহ মোছাঃ লিপি, মোছাঃ মুক্তা বেগম এবং জাহিদুল হাসান উজ্জ্বল নামের তিন জনকে আটক করে র্যাব। র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।