নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের চৌকিরপাড় এলাকা থেকে গাঁজাসহ সজিব রানা সজিব (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আজ ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক সজিব রানা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ঠাকুরপাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল আজ ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের চৌকিরপাড় সুইপার কলোনি এলাকা থেকে ৫০০ গ্ৰাম গাঁজাসহ সজিবকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে জব্দকৃত আলামত গাঁজা কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলেসাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদারমাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …