মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব

নাটোরে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৪৪ কেনিজস্ব জি গাঁজাসহ আরিফ মালিথা ও ময়দান বিশ্বাস নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব।শুক্রবার রাত ১১টার দিকে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক  যুবকেরা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের যথাক্রমে আজিবর মালিথা এবং আলম বিশ্বাসের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর স্বাধীনতা চত্বর(মাদ্রাসার মোড়) এলাকায় অপারেশন পরিচালনা করে আরিফ মালিথা ওরফে ভোলা (২৩),ময়দান বিশ্বাস ওরফে মুন্না (২০) ৪৪ কেজি গাঁজাসহ আটক করে। সেই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত ১  টি ট্রাক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …