সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৮১ কেজি গাঁজাসহ ট্রাক চালক স্বপন ও চালকের সহকারী শাজাহানকে আটক করেছে র‌্যাব। এসময় র‌্যাব ওই গাঁজা বহনকারী ট্রাক জব্দ করে। চালক স্বপন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বড়খাটামারী গ্ৰামের বাসিন্দা কবির হোসেনের ছেলে এবং চালকের সহকারী শাহজালাল একই এলাকার আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় অপারেশন পরিচালনা করে। এসময় চালক স্বপন(৩৫), ও চালকের সহকারী শাহ্জালালকে ৮১ কেজি গাঁজা, ১টি ট্রাক, ৭১৫০ কেজি ধানসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …