সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গাঁজাসহ সিরাজুল ইসলাম(৩৯) ও হাসান রাব্বি(২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার হয়বতপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সিরাজুল উপজেলার হয়বতপুর এলাকার আলীর ছেলে এবং রাব্বি একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালায়। সেখানে গাঁজা বিক্রয়কালে সিরাজুল এবং রাব্বিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ২০১৮ সালে নাটোর সদর থানার একটি মাদক মামলার এজাহারভূক্ত আাসামী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …