সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক

নাটোরে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৬৬ কেজি গাঁজাসহ সুমন ও আনোয়ার নামে দুই মাদকব্যবসায়ীকে আটক আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যে সাতটার দিকে সদর উপজেলার পূর্ব হাগুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সুমন রাজশাহী জেলার বেলপুকুর থানার চকদাধাস এলাকার জিল্লুর রহমানের ছেলে ও আনোয়ার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুরষা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সন্ধ্যে সাতটার দিকে পূর্ব হাগুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে।  এসময় নাটোর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনাকালে একটি কাভার্ডভ্যানকে তামিয়ে তল্লাসি করা হয়। তল্লাকালে ঐ কাভার্ডভ্যানের ভিতর থেকে বস্তায় রক্ষিত ৬৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে র‌্যাব সদস্যরা ঐ কাভার্ডভ্যানসহ মাদকব্যবসায়ী সুমন ইসলাম (১৯) ও আনোয়ার হোসেনকে আটক করা হয়।

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …