সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে গাঁজাসহ দুইজন আটক

নাটোরে গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের বড়বড়িয়া এলাকা থেকে গাঁজাসহ রাজীব হোসেন (২০) ও রাসেল আহমেদ(২৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার বড়বড়িয়া গ্রাম থেকে ৯০০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

পাঠক রাজিব সদর উপজেলার বড়বড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও রাসেল আহমেদ একই এলাকার আবুল হাশেমের ছেলে। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি শেখ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

সেখানে উল্লেখিত গাজা বিক্রয় কালে ৯০০ গ্ৰাম গাঁজা সহ রাজীব হোসেন ও রাসেল আহম্মেদকে আটক করা হয়। প্রাথমিকজিজ্ঞাসাবাদে তারা ওই গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …