সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী আটক

নাটোরে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গাঁজাসহ জামেদ সরকার (৩১)নামে এক মাদকব্যবসায়ী আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নাটোর সদরের আটঘরিয়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক জামেদ সরকার বড় বাড়িয়া উত্তর পাড়া এলাকার মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল সদর উপজেলার আটঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় গাঁজা সংরক্ষণ ও বিক্রয় কালে জামেদকে ১ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই গাঁজা সংরক্ষণ ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …