সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে গাঁজাসহ এক ব্যক্তি আটক

নাটোরে গাঁজাসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গাঁজাসহ মনোয়ার সিদ্দিকী বিদ্যুৎ (৫০) নামের একজনকে আটক করেছে র‌্যাব। আজ ৪ এপ্রিল সোমবার দুপুর পৌনে একটার দিকে তাকে শহরের মল্লিকহাটি এলাকা থেকে আটক করা হয়। বিদ্যুৎ একই এলাকার মৃত শামসুল হুদার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি মাদক বিরোধী বিশেষ অপারেশন দল আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় গাঁজা বিক্রি কালে আধা কেজি গাঁজাসহ বিদ্যুৎ কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে ওই গাঁজা বিক্রির কথা স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব আরো জানায় বিদ্যুৎ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …