নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গাঁজাসহ মিন্টু আলী (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব। আজ ২০ সেপ্টেম্বর সোমবার বিকেল সোয়া তিনটার দিকে তাকে সদর উপজেলার কাঁলবাড়িয়া এলাকা থেকে ৩ কেজি ২৪৬ গ্রাম গাঁজা সহ আটক করে র্যাব। মিন্টু আলী (৩৫) উপজেলার কাঠালবাড়ীয়া (মোল্লা পাড়া) এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আজ ২০ সেপ্টেম্বর সোমবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার কাঠালবাড়ীয়া (মোল্লা পাড়া) এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় অনুমানিক ৯৭ হাজার ২শ টাকা মূল্যমানের ৩ কেজি ২৪৬ গ্রাম শুকনো গাঁজাসহ মিন্টু আলী (৩৫)কে আটক করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। এই ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …