নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গলা কেটে সুমি সাহা(৩২) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ রয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের লালবাজার মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত সুমি একই এলাকার রণজিত সাহা টেপার ছেলে স্বপন সাহার স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুমি সাহা মানসিক রোগী ছিলেন। আজ দুপুরে পরিবারের সকলে একসাথে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে সুমি তার শয়ন কক্ষে গিয়ে তরকারি কাটা বটি দিয়ে নিজ গলায় কোপ দেয়। এসময় তার গোঙানির আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে সুমির মৃত্যু হয়। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের ৭ বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে বলে জানা যায়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …