শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গনঅনশন কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

নাটোরে গনঅনশন কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে নাটোরে অনশন কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ সকালে এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখারআয়োজনে অনশন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী এই অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুব্রত সরকার।

এসময় জেলার সাতটি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেনি। আগামী সংসদ নির্বাচনের আগেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ ৭দফা দাবি বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …