নিজস্ব প্রতিবেদক
নাটোরে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে স্মৃতিস্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়।
স্মৃতিস্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে ভয়াল ২৫ মার্চের গণহত্যা দিবস পালন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেলের এএসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমুখ।
সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ এর কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। এই জন্য আজকে কোনরকম জনসমাগম না করেই স্বাধীনতা চত্বরে স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত আকারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।