নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের আয়োজনে আজ ৫ নভেম্বরের মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রথমেই নবাগত জেলা প্রশাসক নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তার বক্তব্যে দুর্নীতি দূর করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সততার সাথে কাজ করতে নাটোরের গণমাধ্যম কর্মীদের তিনি সহকর্মী হিসেবে চান বলে উল্লেখ করেন। এর আগে নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রওশন আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …