মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে গণমাধ্যম কর্মীদের মাঝে বিএনপি পিপিই বিতরণ

নাটোরে গণমাধ্যম কর্মীদের মাঝে বিএনপি পিপিই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যেমের সংবাদ কর্মীদের মাঝে পিপিই বিতরণ করেছেন জেলা বিএনপি।

আজ বুধবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভির নাটোর প্রতিনিধি বাপ্পী লাহিড়ীর হাতে পিপিই তুলে দেন সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু।

এ সময় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের নিরাপদ দুরত্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক সাবেক উপ-মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছে। পৃথিবীর অধিকাংশ মানুষ যেসময় ব্যক্তিগত সুরক্ষায় ঘরে থাকছেন। তখন সংবাদকর্মীরা ঝুঁকি নিয়ে সবসময় সংবাদ পরিবেশন করছেন। তাদের সুরক্ষার জন্য প্রণোদনা ও অর্থিক সুরক্ষার ব্যবস্থা করা উচিত। সরকার যেহেতু বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছে, গণমাধ্যমও একটি প্রতিষ্ঠান তাই এখানেও সরকারি প্রণোদনা দেয়া উচিত।
বুধবার সকালে নাটোরে কর্মরত নাটোরের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাঝে পিপিই বিতরণ কালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা দেওয়ান শাহিন,যুবদল নেতা এ হাই তালুকদার ডালিম।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …