বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গণপ্রকৌশল দিবস পালন

নাটোরে গণপ্রকৌশল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
দেশ গড়ায় সক্রিয় অংশগ্রহনের প্রত্যয়ে জেলায় গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল দশটায় শহরের স্বাধীনতা চত্বরে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গৌরবের ৫২ বছর অতিক্রম করেছে। স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সর্বদা সক্রিয় থেকেছে। ভবিষ্যতে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনে কাজ করে যাবে আইডিইবি। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানীর উৎস অনুসন্ধান এবং ব্যবহার উপযোগী করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে আইডিইবি।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …