শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এই প্রতিপাদ্য বিষয়ে গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে দশটায় শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোন বিকল্প নেই। এজন্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে হবে। তবেই উন্নয়ন হবে টেকসই।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী।ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন। এর আগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এসে শেষ হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …