রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘সম্পৃতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) এলাকায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ। পরে সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ সংগঠনের নের্তৃবৃন্দ।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …