শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গণপিটুনিতে সন্দেহজনক ডাকাত নিহত

নাটোরে গণপিটুনিতে সন্দেহজনক ডাকাত নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের করোটা গ্ৰামে ডাকাতিকালে গ্রামবাসীর হামলায় আহত হাসেম(৪০) নামের এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। আজ ১৭ জুন শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় আব্দুল হান্নান (৩৫) নামের অপর একজন আহত হয়েছে। নিহত হাশেম সদর উপজেলার গুনারী গ্রাম এলাকার রইস উদ্দিন এর ছেলে এবং আহত আব্দুল হান্নান একই এলাকার হাসেম আলীর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, গত রাত একটার দিকে সংঘবদ্ধ একটি ডাকাতদল সদর উপজেলার করোটা গ্রামে জনৈক আবু হানিফ বাড়িতে ডাকাতি করতে যায়। ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। এসময় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করলে হাশেম এবং হান্নান নামের দুজনকে ধরে ফেলে এলাকাবাসী। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে হাসেম নামের এক সন্দেহভাজন মারা যায়। পুলিশ হাসেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …