সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে জেলা প্রশাসন ও পুলিশ

নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে জেলা প্রশাসন ও পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসন ও পুলিশ এর যৌথ দল। করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন চলাচলে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই মনিটরিংয়ে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, উপ-পরিচালক, বিআরটিএ ও বাস পরিবহণ মালিক সমিতির সদস্যবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার গণপরিবহনের সংশ্লিষ্ট চালক চালকের সহকারী সুপারভাইজার ও কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করেন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড এলাকায় কোন টায়ারে বোতলে যেন পানি জমে না থাকে এবং কোথাও বৃষ্টির পানি জমতে না পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …