শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নাটোরে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

“শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গণজাগরণের শিল্প আন্দোলন অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে” শীর্ষক নাটোরে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। সারা দেশব্যাপী একযোগে এই সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে নাটোরেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এতে নানা ধরনের সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন স্বনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা। শীতের এই সন্ধ্যায় বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …