নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার প্রভাবে নিম্ন-আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে টেনিস লনে এই চাউল বিক্রির উদ্বোধন করা হয়। চাউল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, ডিসি ফুড শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। ডিসি ফুড শফিকুল ইসলাম জানান, ৫ জন ডিলার প্রত্যেকে ২টন করে চাউল বিক্রি করবেন। ১০ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি করে চাউল দেওয়া হবে বলে তিনি জানান। সপ্তাহের রবিবার , মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন শহরের ৫টি স্পটে এই চাউল বিক্রি করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …