রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

নাটোরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। সারা দেশের ন্যায় নাটোরে ও একটি খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে আজ ১ নভেম্বর শুক্রবার সকাল আটটার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের পাশে বানিয়াকোলা খালে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এই খাল পরিষ্কার এর মাধ্যমে শহরকে দূষণের হাত থেকে রক্ষা করা এবং মশার আক্রমণ প্রতিরোধে সহায়তা করবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …