নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে খাদ্য সহায়তা নিতে এসে শ্রমিক নেতাদের স্বেচ্ছাচারিতায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। পরিবহন শ্রমিক অফিসে নানা দুর্নীতি-অনিয়ম নিয়ে সাধারণ সম্পাদক আকরাম হোসেন এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরিবহন শ্রমিকদের জন্য খাদ্য সহায়তার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
শনিবার সকালে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের পূর্বেই বিক্ষুব্ধ শ্রমিকরা স্টেডিয়াম এর ভিতরে প্রবেশ করে স্লোগান দিতে থাকে। এসময় তাদের নেতৃবৃন্দ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সাংসদ শফিকুল ইসলাম শিমুল হস্তক্ষেপে তারা আপাতত শান্ত হন। এ সময় সাংসদ তাদের প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেয়া হবে এবং সমস্ত অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসে শ্রমিকরা খাদ্য সহায়তা নিয়ে ফিরে যান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …