মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ‘‘খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জরুরি সভা

নাটোরে ‘‘খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ‘‘খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান খান চৌধুরী প্রমুখ।

নাটোর জেলার খাদ্যদ্রব্যের মজুদ প্রতিরোধ ও সরবরাহ স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে চাল মিল মালিকদের সাথে এক ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের যথেষ্ট মজুদ রয়েছে। এছাড়া মিল মালিক,ব্যবসায়ী-মজুদদারদের নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্য মজুদ করে বাজার অস্থিতিশীল না করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান হয়।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …