নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে খাঁচাবন্দি ছয়টি ঘুঘু পাখি উড়ে গেল মুক্ত আকাশে

নাটোরে খাঁচাবন্দি ছয়টি ঘুঘু পাখি উড়ে গেল মুক্ত আকাশে

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:

নাটোরের সিংড়ায় বন্দি খাঁচা থেকে উদ্ধার করে ৬টি ঘুঘু পাখিকে মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মাহমুদ আলী নামে এক পাখি শিকারী খাঁচায় করে ৬টি ঘুঘু পাখি বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে পৌর শহরের মুরগীহাটি বাজারে গিয়ে পাখিগুলো উদ্ধার করে স্থানীয় পরিবেশ কর্মীরা।

পরবর্তীতে আর কোন দিন পাখি শিকার ও কেনাবেচা করবে না মর্মে মুচলেকা নিয়ে ঐ পাখি শিকারীকে ছেড়ে দেয়া হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, পরিবেশকর্মী আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতারসহ অন্যান্যরা।

আরও দেখুন

সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করায় নেতা আটক

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল …