রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে খড় বোঝাই একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরে খড় বোঝাই একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে খড় বোঝাই একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১০ টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থান এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, নাটোর থেকে খড় বোঝাই একটি নসিমন গাড়ী রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্তরা গাড়ীতে পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পরই পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …