শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরের নডাঙ্গায় ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করা হয়েছে।

রবিবার বেলা ১টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও বাইসাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শিরীন আক্তার, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মহেশ হেমব্রম প্রমূখ। পরে ৬ জন ভিক্ষুককে পূর্ণবাসনের দোকান ঘর ও পন্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …