নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গরু পালন প্রকল্পের অধীনে নাটোর সদর উপজেলায় ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা চত্তরে সুবিধাভোগী প্রতিটি পরিবারের মাঝে ১টি করে গরু তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক সাংবাদিক কালিদাস রায় প্রমূখ।
এছাড়া দুইটি পরিবারের মাঝে ১টি করে সেলাই মেশিন ও দুইজন প্রতিবন্ধীদের মাছে ১টি করে হুইল চেয়ার প্রদান করা হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …