মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা

নাটোরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় আর্থ-সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি, ঋণ কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব ও কর্তব্য, খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা, কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব, কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালিত হয়। 

উপজেলা সমাজসেবা অফিসার তানভীর বুলবুল খান জানান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর নাটোর সদর উপজেলায় ছয়টি কর্মসূচির মাধ্যমে মোট চার কোটি ৫৫ লক্ষ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। দুই থেকে ২০ জনের দল গঠনের মাধ্যমে উপজেলার এক হাজার ৪৬৫ জন উপকারভোগীর মাঝে বিতরণকৃত ঋণের সার্ভিস চার্জ মাত্র পাঁচ শতাংশ।

কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের ঋণ সুপারভাইজার, গ্রাম কমিটির সভাপতি, সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক এবং গণমাধ্যমকর্মী বৃন্দ অংশগ্রহন করেন। 

আরও দেখুন

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধেরাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী ,,,,,,,,,,রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত …