রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরে কোরবানীর হাট পরিদর্শনে পুলিশ সুপার

নাটোরে কোরবানীর হাট পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। শুক্রবার দুপুরে উপজেলার মৌখড়া হাটে আকস্মিক পরিদর্শনে যান তিনি। এসময় তিনি হাটে কোরবানী পশুর ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

পরে পুলিশ সুপার হাটে আসা লোকজনের সাথে কথা বলেন। এসময় পুলিশ সুপারের কাছে নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণ হারে হাসিল নেওয়ার অভিযোগ করেন ক্রেতা-বিক্রেতারা। তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার হাটের ইজারাদারকে আটক করার নির্দেশ পরে। পরে মোশারফ হোসেন ও আশিক আলী নামে দুইজনকে আটক করে পুলিশ। একই সাথে অতিরিক্ত হাসিল নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মীর আসাদুজ্জামান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …