রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কোভিশিল্ডের ২য় পর্যায়ের ভ্যাক্সিন প্রদানের উদ্বোধন

নাটোরে কোভিশিল্ডের ২য় পর্যায়ের ভ্যাক্সিন প্রদানের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কোভিশিল্ডের ২য় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। জেলার ৭ টি উপজেলার ৫০ টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় ২৫ ঊর্ধ্ব বয়স্ক ও প্রতিবন্ধী এবং নারীদের এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়। আজ শনিবার সকাল ৯ টা থেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আজ শনিবার জেলার ৭ টি উপজেলার ৫০ টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। তবে নলডাঙ্গা পৌরসভায় তারিখ কাল নির্ধারণ করা আছে যদিও নলডাঙ্গার পাঁচটি ইউনিয়নে আজ টিকা দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ টি করে এবং ৭ টি পৌরসভার সবক’টি ওয়ার্ডে ১টি করে কেন্দ্রে এই ভ্যাক্সিন দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র তিনটি করে বুথে ৩ জন করে ভ্যাক্সিন প্রদানকারী ও তিন জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। আজ শনিবার মোট ৩১ হাজার ২শ’ জনকে এ ভ্যাক্সিন প্রদান করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …