নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলার পুলিশ ও করোনা যুদ্ধের সৈনিকদের জরুরী সেবা প্রদানের লক্ষ্যে জেলার সকল থানায় নেবুলাইজার মেশিন, সাকশান মেশিন, ট্রান্সমিশন সেটসহ অক্সসিজেন সিলিন্ডার, পাল্সঅক্সিমিটার বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার বেলা ৩ টায় নাটোর পুলিশ লাইন্স দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাটোর পুলিশ লাইন্সসহ জেলার সকল থানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেবুলাইজার মেশিন, সাকশান মেশিন, ট্রান্সেমিশন সেটসহ অক্সসিজেন সিলিন্ডার ও পাল্সঅক্সিমিটার বিতরণ শেষে কিভাবে এই উপকরণ ব্যবহার করতে হবে তার প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন মিজানুর রহমান, এডিশনাল পুলিশ সুপার আকরামুল হোসেনসহ সকল থানার ইনচার্জবৃন্দ।
প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ রাজেশ কুমার এবং ডাঃ মাহাবুব হোসেন।
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে কোভিড-১৯ আক্রান্ত পুলিশের চিকিৎসার্থে চিকিৎসা সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …