নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ ২ আগস্ট শুক্রবার বিকেল তিনটার দিকে নাটোর শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে ঢাকা- রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই বিক্ষোভ করেন তারা। সমন্বয়ক সজিব হোসেনের নেতৃত্বে মাছুম, শিমুল, সৌরভ, কামরান, সাগরসহ ১৫-২০ জনের মত অংশগ্রহণকারী মহাসড়ক দখল করে এই বিক্ষোভ করেন। এ সময় উভয় পার্শ্বে যানবাহন আটকে যায়। কিছুক্ষণ পরে তারা সেখান থেকে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে সহিংসতা এবং নাশকতা রোধে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় সমাবেশ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় শিবির সন্দেহে মাসুম ভুঁইয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, আমরা দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা মোড়ে অবস্থানকালে একজন আমাদের ছবি তুলছিল। এতে সন্দেহ হলে উপস্থিত জনগণ মাসুম ভুইয়া নামের এক যুবকের মোবাইল ফোন নিয়ে পরীক্ষা করে। এসময় তার মোবাইল ফোনে শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি এবং তথ্য পায়। তখন তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অবস্থান করছিলেন। সেখানে তার সাথে থাকা নেতাকর্মীরা শিবির সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি বড় হরিশপুর এলাকার শামসুল হক ভূঁইয়ার ছেলে। তিনি আরো জানান, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …