শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত ৬

নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলেছে। আজ আঠারো জুলাই সকাল দশটা থেকে নাটোর শহরের প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকে কোটাবিরোধী সংগঠনের সদস্যরা। একই সময়ে ছাত্রলীগ সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হকিস্টিক হাতে প্রেসক্লাব চত্বরে উপস্থিত হয়। এই উভয় পক্ষের সমাবেশের কে লক্ষ্য করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ উভয়পক্ষকে সংঘর্ষ থেকে নিবৃত্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যায়। উপস্থিত কোটা বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। অপরদিকে ছাত্রলীগ কর্মীরাও জামাত-শিবির বিএনপিকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। একসময় বেলা ১১ টার দিকে কোটাবিরোধীরা পুলিশ এবং ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরেও পুলিশ অনেক ধৈর্যশীলতার পরিচয় দেয়।সংঘর্ষের কটা বিরোধীদের ইট পাটকেল নিক্ষেপে ৫ পুলিশ এবং রাবার বুলেটে এক শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় পুলিশ কয়েকজন কোটাধারীকে আটক করে থানায় নিয়ে যায়। শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের জড়ো করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের রাস্তা থেকে ফিরিয়ে দেয়। ছাত্রলীগ এবং কোটাবিরোধীরা আধা কিলোমিটার দূরে নিজ নিজ জায়গায় অবস্থান করছে। তবে এখন আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান একজন শিক্ষার্থী শহরের সাদেক কমপ্লেক্স মার্কেটের সামনে রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। অপরদিকে আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ।

আরও দেখুন

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার 

হস্তান্তর করল রেডক্রিসেন্ট নিজস্ব প্রতিবেদক রাজশাহী……..ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য …