সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলেছে। আজ আঠারো জুলাই সকাল দশটা থেকে নাটোর শহরের প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকে কোটাবিরোধী সংগঠনের সদস্যরা। একই সময়ে ছাত্রলীগ সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হকিস্টিক হাতে প্রেসক্লাব চত্বরে উপস্থিত হয়। এই উভয় পক্ষের সমাবেশের কে লক্ষ্য করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ উভয়পক্ষকে সংঘর্ষ থেকে নিবৃত্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যায়। উপস্থিত কোটা বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। অপরদিকে ছাত্রলীগ কর্মীরাও জামাত-শিবির বিএনপিকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। একসময় বেলা ১১ টার দিকে কোটাবিরোধীরা পুলিশ এবং ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরেও পুলিশ অনেক ধৈর্যশীলতার পরিচয় দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় পুলিশ কয়েকজন কোটাধারীকে আটক করে থানায় নিয়ে যায়। শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের জড়ো করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের রাস্তা থেকে ফিরিয়ে দেয়। ছাত্রলীগ এবং কোটাবিরোধীরা আধা কিলোমিটার দূরে নিজ নিজ জায়গায় অবস্থান করছে। তবে এখন আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …