নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশানে বাৎসরিক শ্রী শ্রী কালী মাতার পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা চলবে ভোর রাত পর্যন্ত। পূজায় ভোগ আরতি বলিদান এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। অপরদিকে পূজা উপলক্ষে সেখানে বাউল এবং কীর্তন গানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাশ্মশান কমিটির সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন , সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড.প্রসাদ কুমার তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক নিমাই চাঁদ বসাক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর মলয় রায় সহ আরো অনেকে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …