নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া চলতি রবি এবং পরবর্ত্তী খরিপ-১ মৌসুমের মোট ১৫টি শস্য উৎপাদনের লক্ষ্যে ৪০ লাখ ৪৬ হাজার ৭৭৬ টাকা মূল্যমানের প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ বুধবার বাগাতিপাড়া উপজেলার মোট তিন হাজার ৮৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে কৃষি উপকরণ তুলে দেয়া হয়।
বাগাতিপাড়া উপজেলার পরিষদ জিমনেসিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম বকুল বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার সকল কৃষি উপকরণের সহজলভ্যতা সৃষ্টির পাশাপাশি সকল উপকরণের মূল্যও হ্রাস করেছে। কৃষি বৈচিত্রকরণ এবং প্রযুক্তির সংযোজনের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধ করেছে সরকার। এর সুফল হিসেবে খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ এখন খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী প্রমূখ।
বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মমরেজ আলী বলেন, উপজেলার বাগাতিপাড়া পৌরসভা এবং পাঁচটি ইউনিয়ন এলাকার মোট তিন হাজার ৮৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তাদের এক বিঘা পরিমাণ জমি চাষাবাদের বীজ এবং ক্ষেত্রবিশেষে রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকবৃন্দ বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন মুগ ডাল এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মশুর, খেসারী, টমোটো ও মরিচ বীজ প্রদান করা হচ্ছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …