সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কৃষক হত্যা দিবস পালন

নাটোরে কৃষক হত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কৃষক হত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় এসে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

জেলা কৃষক লীগ সভাপতি কামাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, কৃষক লীগ নেতা আতিকুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রকার কৃষি ভর্তুকী দিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে এদেশের পা ফাঠা কৃষকদের হত্যা করেছে। আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক জুয়েল ইমাম।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …