বুধবার , নভেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদের হলরুমে এই প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ভাইস চেয়ারম্যান সাকিব আল বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান খায়রুন নাহার কাজল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার আওতাভুক্ত ২৩৪০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন ও গ্রীষ্মকালীন মুগ এবং তিলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।প্রত্যেক প্রান্তিক কৃষক ৩৫ কেজি করে বিভিন্ন জাতের বীজ ১২০ কেজি ডিএপি সার এবং ৭০ কেজি এমওপি সার পেয়েছেন।

আরও দেখুন

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় …