সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কুমারী পূজা অনুষ্ঠিত

নাটোরে কুমারী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক.আজ বৃহস্পতিবার সপ্তমী তিথি শেষে সকাল আটটার পরেই মহাষ্টমী তিথি শুরু হওয়ায় নাটোরের বিভিন্ন মন্দিরে মন্দিরে অষ্টমী বিহিত পূজা আরম্ভ হয়েছে। আর মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’। নাটোরের চৌকিরপাড়া এলাকায় আজ গনেশ সরকার ও গোপেন সরকারের বাড়ির পূজামণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সর্বকামনা সিদ্ধির জন্য কুমারী কন্যাকে পূজা করা হয় দেবী দুর্গার অঙ্গরূপে। নাটোরে  দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। তাই এই কুমারী পূজা দেখতে উপচে পড়া ভিড় স্থানীয়দের। 

দেবী দুর্গার কুমারী রূপের নাম ‘উমা’। সনাতন শাস্ত্রমতে, মাতৃভাবে কুমারীকন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎমাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। দেশের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা জানান তারা। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …