নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছেনা করোনা সংক্রমণের উর্ধমুখি প্রবণতা। বুধবার থেকে শুরু হওয়া সাতদিনের বিশেষ লকডাউনের আজ শুক্রবার তৃতীয় দিন চলছে। এই লকডাউনের পরও গত ২৪ ঘন্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮২ জন পজিটিভ হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ২১২৯ জন। সংক্রমণের হার ৫৩ শতাংশ। গতকালের চেয়ে সংক্রমন বেড়েছে ২০শতাংশের বেশী।
এদিকে লকডাউন চলায় বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষজন। এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় ঘোষিত লকডাউনের তৃতীয় দিনেও শক্ত অবস্থান রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিমও কাজ করছে। গতকাল বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি না মানায় ৩৬ জনকে জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৩ জনের।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …