নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কিছুটা কমেছে সংক্রমণ। গত সপ্তাহ জুড়ে সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতা ছিল। কিন্তু গত দুই দিন আবার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সদর হাসপাতালে করোনাসহ উপসর্গে ২ মারা গেছে। রাজিয়া (৬২) নামে এক নারী করোনায় এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গে মারা যায়। এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে রেকর্ড ১৬১ জন নতুন করে আক্রান্ত হন। আবার রেকর্ড ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমনের হার ২৮.২৪ শতাংশ। যা গতদিনের চেয়ে ৮.৪৩ শতাংশ কম। এনিয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। জেলায় মোট মৃত্যু ৫০ জনের।
এদিকে আজ ভোর থেকেই লাগাতার বৃষ্টিতে বাজার হাটে এবং রাস্তায় লোক সমাগম কম দেখা গেছে। বৃষ্টির কারণে মানুষ লকডাউনে রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় মানুষ কিছুটা বেশি বাইরে এসেছে বাজার হাট করার জন্য।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …