শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ওএমএসে’র চাল ও আটা উদ্ধার

নাটোরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ওএমএসে’র চাল ও আটা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) এর ৬৫০ কেজি চাল ও ২৫০ কেজি আটা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বুধবার দুপুরে শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে ডিলার সামসুদ্দিন সরকারের ডিলার পয়েন্ট থেকে এগুলো উদ্ধার করা হয়।

জেলা খাদ্য বিভাগ জানায়, ডিলার সামসুদ্দিন সরকারকে খোলাবাজারে বিক্রির জন্য ৪দিন আগে ১টন চাল ও ১টন আটা বরাদ্দ দেয়া হয়। তবে সেখানে ৬৫০ কেজি চাল ও ২৫০ কেজি আটা পায় এনএসআইয়ের সদস্যরা। এসময় অভিযানের সময় পালিয়ে যান ডিলার সামসুদ্দিন সরকার। পরে পালিয়ে যাওয়া ডিলার পাচারকরা ওএমসের ৬৫০ কেজি চাল ও ২৫০ কেজি আটা তার ডিলার পয়েন্টে পাঠিয়ে দেন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত চাল ও আটা ওই পয়েন্ট থেকেই বিক্রি ব্যাবস্থা করেন। তবে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …