শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কালেক্টরেট কর্মচারী সমিতির লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ৮ম দিন চলছে

নাটোরে কালেক্টরেট কর্মচারী সমিতির লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ৮ম দিন চলছে

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কালেক্টরেট কর্মচারী সমিতির লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির এবং পোস্টারসহ অবস্থানের ৮ম দিন চলছে আজ। কালেক্টরেট ভবনে আজ মঙ্গলবার সকাল থেকে অফিস কক্ষ ত্যাগ করে তারা এই কর্মসুচি পালন করেন। পদোন্নতি এবং বেতন কোড পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসনের কর্মচারী, সহকারী কমিশনার( ভূমি) এর কার্যালয়ের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন। এতে করে সেবা নিতে আসা অনেককেই সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

উল্লেখ্য ১৫ নভেম্বর হতে শুরু হওয়া এই কর্মসুচি (সাপ্তাহিক ছুটির দিন বাদে) চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময়ে তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০ টায় স্ব স্ব জেলার ব্যানারসহ মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে বলে অবস্থানকারীরা জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …