রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কারাগার থেকে এক হাজতিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি

নাটোরে কারাগার থেকে এক হাজতিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা কারাগারে সর্দি, জ্বর ও গলা ব্যাথায় আক্রান্ত এক হাজতিকে জরুরী ভিত্তিতে জামিন দিয়ে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান।

জেল সুপার আব্দুল বারেক জানান, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার বিচারাধীন একটি সংঘর্ষের মামলার আসামি গতকাল শনিবার অসুস্থ হয়ে পড়েলে প্রথমে
তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে সর্দি, জ্বর ও গলা ব্যাথাজনিত উপসর্গ দেখে কারাগারের আইসোলেশনে নেয়া হয়। কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ওই হাজতির জামিন মঞ্জুর করলে তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন, কাজী মিজানুর রহমান জানান, এই রোগীকে আমরা করোনা আক্রান্ত বলতে পারিনা, তবে সর্দি, জ্বর ও গলা ব্যথা থাকায় তাকে হাসপাতাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …