নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২৮০ টাকা কমেছে। পাইকারি বাজারে রোববার প্রতি কেজি কাঁচামরিচ ৪শ টাকায় বিক্রি হলেও সোমবার বিক্রি হয় ১২০ টাকায়। নাটোর শহরের বৃহত্তম কাঁচাবাজার স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সোমবার সকাল থেকে প্রতিকেজি কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হয়। কাঁচামরিচের দাম কমে আসায় ক্রেতারা তা কিনতে আড়তে আড়তে ভিড় করে। মাত্র একদিনের ব্যাবধানে দাম কমে হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা।
আড়তদারদের দাবি ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমে এসেছে। কাঁচা মরিচের দাম আরো কমবে বলে জানান আড়তদাররা।